সর্বশেষঃ

মানবজাতির প্রতি কোরআনের উপদেশ

সুরা তুর : প্রথম পর্ব

অর্থহীন কথা ও কাজ পরিহার করো

ইরশাদ হয়েছে, ‘দুর্ভোগ সেদিন সত্য অস্বীকারকারীদের—যারা ক্রীড়াচ্ছলে অসার কাজে লিপ্ত থাকে।’
(সুরা : তুর, আয়াত : ১১-১২)

জাহান্নামিদের অপমানিতভাবে হাজির করা হবে
ইরশাদ হয়েছে, ‘যেদিন তাদের ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে (এবং বলা হবে) এটা সেই আগুন যা তোমরা মিথ্যা মনে করতে।’ (সুরা : তুর, আয়াত : ১৩-১৪)

ফল ও গোশত আহার করবে জান্নাতিরা

ইরশাদ হয়েছে, ‘আমি তাদের দেব ফলমূল ও গোশত—যা তারা পছন্দ করে।’ (সুরা : তুর, আয়াত : ২২)

জান্নাতিরা শঙ্কামুক্ত অবস্থায় থাকবে

ইরশাদ হয়েছে, ‘তারা বলবে, আগে আমরা পরিবারের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম। অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেছেন।’

(সুরা : তুর, আয়াত : ২৬-২৭)

কোরআন সব সংশয়ের ঊর্ধ্বে

ইরশাদ হয়েছে, ‘তারা কি বলে, এই কোরআন তাঁর [মহানবী (সা.)] নিজের রচনা? বরং তারা অবিশ্বাসী। তারা যদি সত্যবাদী হয়, তাহলে তারা এর সদৃশ কিছু উপস্থিত করুক!’

(সুরা : তুর, আয়াত : ৩৩-৩৪)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *