সর্বশেষঃ

অবশেষে শিরোপা ঘরে তুলল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল মানেই যেন একটা আক্ষেপ। হতাশার প্রতিচ্ছবি। যাদের যোগ্যতা কিংবা দক্ষতায় কোন প্রশ্ন নেই। তবু্ও আছে হতাশা, না পাওয়ার বেদনা। সবশেষ উনিশ শতকে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ঘরোয়া লিগের শিরোপা ছুঁয়েছিল লিভারপুল।

অবশেষে শিরোপা দেখা পেল লিভারপুল। আর এরমধ্য দিয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুললো রেড ডেভিলসরা। এটি লিভারপুলের ১৯তম প্রিমিয়ার লিগ শিরোপা। সাত ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত হলো লিভারপুলের।
বৃহস্পতিবার (২৫ জুন) দিনগত রাতে লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় চেলসি ও ম্যানচেস্টার সিটি। তবে এই ম্যাচে মাঠে না নেমেও আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল লিভারপুল। কেননা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটি ম্যচটি ড্র কিংবা হারলেই লিগ শিরোপা নিশ্চিত হবে লিভারপুলের। শেষ পর্যন্ত ম্যানসিটি ২-১ গোলে চেলসির কাছে হেরে যায়।

৩১ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮৬। আর সমান ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৬৩।