সর্বশেষঃ

অভিযোগ করে জরিমানার ২৫% অর্থ পেলেন অভিযোগকারী ভোক্তা।

২৪.০৮.২০২০ তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয় কর্তৃক ০৪(চার)টি লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয়।

এম আর পি থেকে অতিরিক্ত দামে মোবাইল ফোন বিক্রয় করায় ইত্যাদি টেলিকমকে ০২ টি অভিযোগের ভিত্তিতে ৮,০০০/-, এম আর পি থেকে অতিরিক্ত দামে হ্যান্ড স্যানিটাইজার বিক্রয় করায় হাট সুপার শপকে ৩,০০০/- এবং এম আর পি থেকে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করায় মৃধা ডিপার্টমেন্টাল স্টোরকে ৬,০০০/- টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

কোন পণ্য বা সেবা খরিদ করে প্রতারিত হলে প্রমাণকসহ কারণ উদ্ভব হওয়ার ৩০ দিনের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করুন প্রতিকার নিন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হট লাইন ১৬১২১ নম্বরে ফোন করে সেবা নিন।