সর্বশেষঃ

আইনি নোটিশ, মানহানির মামলা করবেন অপু

বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে লিগ্যাল নোটিশ দিয়েছেন বাদশাহ বুলবুল নামে এক ব্যবসায়ী। চেক জালিয়াতির অভিযোগে রোববার (১৯ জুলাই) ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট মো. মনজুর আলমের মাধ্যমে এই নোটিশ পাঠান বাদশা বুলবুল।
অন্যদিকে, আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে বাদশাহ বুলবুলের বিরুদ্ধে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস। সময় সংবাদকে এমনই তথ্য দিয়েছেন তিনি।
অপু বলেন, এটি ষড়যন্ত্র; আমাকে সমাজের কাছে হেয় করার জন্য পরিকল্পিতভাবে এমনটা করা হয়েছে। এছাড়া অনেক আগে আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। তাছাড়া ওই বইয়ের দুটি পাতা পাচ্ছিলাম না বলে গত বছর থানায় জিডি করেছি। এই চেক নিয়ে কীভাবে আইনি নোটিশ পাঠায়? আমার সম্মান নষ্ট করার জন্য এমনটা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করবো।’

নোটিশে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক ছিল। সেই সুবাধে প্লট কেনার কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট কেনার জন্য অপু ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। গত ৭ জুলাই সে ঋণ পরিশোধের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দিয়েছে। বিষয়টি অপুকে জানানো হলে তিনি কালক্ষেপণ করতে থাকেন এবং এক পর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
আগামী ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের জন্য অপুকে বলা হয়েছে। তা না হলে অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।