সর্বশেষঃ

আমরা কি পরিবর্তন চাই না স্বাস্থ্য খাত কি এভাবে চলবে, এখন তো সিঙ্গাপুর যেতে পারবো না পরিবর্তন তো দরকার

অনেক মেধাবী এ সেক্টরে কিন্তু আমার মাথায় দু একটা প্রশ্ন জাগে, উওর জানতে চাই সবাই কাছে
বাংলাদেশ অনেক টাকা আসে তা সরকার আপ্রান চেস্টা করে সঠিক ব্যবহাড় করতে কিন্তু তা সঠিক ব্যবহাড় কতটুকু হচ্ছে! আপনি যখন বড় দায়িত্ব পাবেন এটা গোপনে তদারকি করা আপনার দায়িত্ব! নইলে আ্ল্লাহ কাছে আপনার জবাবদিহি করতে হবে, করোনা তার বড় প্রমান

আমাদেন সরকার প্রধান প্রধানমন্তী, স্বাস্থ্য মন্ত্রী, সচিব, আমার জানার মতে বেশি ভাগ সৎ কিন্তু তারপর কারা এই অকেজোে মেশিন আমাদের হজম করতে বাধ্য করে এই লোকগুলো ক্ষমতা কি সরকারের চেয়ে বেশি!
আজ চাকরি বয়স সরকার প্রায় ১৬ বছর, চুপ করে দেখতাম, দেখলাম আমি বা আমার উপরে কেউ এই স্বাস্থ্য সেবায় নিরাপদ না কেউ অসময়ে পরিচয় ছাড়া সেবা পাচ্ছে পাবে না
আসল কথায় আছি —— সরকার বা বেসরকারি হাসপাতাল ক্লিনিক চালু হলে আবেদন করে তারপর লোকাল কমিটি হয় তারপর ভিজিট হবার আগেই সবাই প্রতিস্টান চালু করে দেয় এটা এক ধরনের বড় অনিয়ম তারপর ও আমরা এ ভাবেই চলছি! দেখা যায় সরকারি প্রতিস্টান সরকার চালু করে সমস্যা নাই, বেসরকারি হাসপাতাল ক্লিনিক কি করে তারা ভিজিটের দিন ধার করে লোকবল জোগাড় করে, ধার করে মেশিন আনে ভিজিট শেষ তারপর তদবির সব ওকে!

মাজে মাজে শুরু হয় বছরে দু একবার মোবাইল টিম বা বিভিন্ন সংস্থার প্রতিনিধি নিয়ে ভিজিট দেখা যায় রিজেন্ট বা রক্ত পরিক্ষা ঔষধের ডেট আছে বা ফামেসি তে ওষুধের ডেট আছে এ সব দেখে কিছু জরিমানা করে পএিকায় আসে আমরা দেখে ছি ছি করি এই শেষ কিন্তু জনগনের কি কোন লাভ হয়?
বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিস্টানের মেডিকেল যন্ত্রপাতি ঠিক আছে কিনা বা তার সার্মথ্য মত মেশিন টি সাভিস দিচ্ছে কিনা এটা দেখার কোন কমিটি বা লোক এখন ও আমার চোখে পড়ল না, আমি একটি বেসরকারি হাসপাতাল কাজ করতাম দেখেছি চায়না একটা বায়োমেট্রিক মেশিন কমদামী সেটা মালিক পক্ষ কে বাড় বাড় বলেও সাভিসিং করাতে পারি নাই কারন সাভিসিং করাতে টাকা খরচ হবে, আমি নাম বলতে চাই না এ রকম হাজার প্রতিস্টান আছে যারা প্রতিনিয়ত রোগীর সাথে মহাপ্রতারনা করছে, হয়ত মালিকের দোষ নইলে প্রতিস্টানের কমকতা বা কমচারীর দোষ

তাই সরকারে এখন জরিমানা নেবার জন্য না শুধু সরকারি বা বেসরকারি হাসপাতাল ক্লিনিক মেডিকেল যন্ত্রপাতি, অপারেশন থিয়েটারের মেশিন সব ১০০% কাযকর কিনা তা ৬ মাস পর পর গোপন ভিজিট করে প্রতিটি প্রতিস্টানে দেখা উচিত !
সরকারি একটা প্রতিস্টান আছে যা মেডিকেল যন্ত্রপাতি ঠিক করে মানে নস্ট হলে উনার আসেন মহাখালী তে অবস্থান নাম টেমো কিন্তু তা ও কতটুকু করে সবার জানা?
বেশি ভাগ বেসরকারি প্রতিস্টান কোন রকম মেডিকেল যন্ত্রপাতি ঠিক কিনা তা দেখার কোন সরকারি অনুমোদিত রেগুলেটরি বডি আছে কিনা আমি জানি না, থাকলে বেসরকারি ক্লিনিক প্যারালাইস্ট মেশিন দিয়ে কাজ করতে পারতো না, আর এত ভুল রিপোর্ট আসতো না, বাংলাদেশের ভুল রিপোর্টে র কারনে মানুষ আমাদেন স্বাস্থ্যসেবা উপড় আস্থা রাখতে পারে না, ফলে সবাই ভারত, সিঙ্গাপুর চিকিৎসার জন্যে যায়, রিপোর্ট সঠিক হলে আমাদের দেশের চিকিৎসকের মান সিঙ্গাপুরের চেয়ে কোন অংশে কম না

তাই আসুন সবার পরামর্শ নেই সঠিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলি হয়তবা আপনি হবেন আমাদের রোগী
সঠিক তথ্য দেই প্রধানমন্তীর হাত কে শক্তি শালী করি

তাহেরুল ইসলাম
বিএসসি ইন ল্যাব মেডিসিন (ডিইউ)
প্রভাষক
আই,এইচ,টি, বরিশাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *