সর্বশেষঃ

ইউপি নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের কঠোর হস্তে দমন করা হবে: বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:: আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারী এবং অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউপি নির্বাচনে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেডে এই হুঁশিয়ারি দেন তিনি। রবিবার সকাল ১০টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইনের ড্রিল শেডে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আইনি শক্তি অসীম।

আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কোনো ক্রমেই দুর্বল ভাবলে চলবে না। পুলিশের প্রধান কাজ নির্বাচনের দিন জনগণের ভোটাধিকার প্রয়োগে প্রিজাইডিং কর্মকর্তাদের পাশে থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। কোনো কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হলে কিংবা নিরপেক্ষ পরিবেশে কেউ বিঘ্ন সৃষ্টি করলে তাদের কঠোর হস্তে দমন করতে হবে।

এসময় অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, উপ-কমিশনার মো. মোকতার হোসেন, উপ-কমিশনার মো. মনজুর রহমান, উপ-কমিশনার খান মুহাম্মদ আবু নাসেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।