সর্বশেষঃ

ইরানে লক্ষাধিক লিটার জ্বালানিসহ জাহাজের ৯ ক্রু গ্রেপ্তার

লক্ষাধিক লিটার জ্বালানি তেল পাচারের অভিযোগে একটি জাহাজকে আটক করে এর ৯ ক্রুকে গ্রেপ্তার করেছে ইরান।

সোমবার (৩০ মে) ইরানের তাসনিম সংবাদসংস্থার বরাতে এ তথ্য জানায় রয়টার্স। তবে জাহাজটি কোন দেশের সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

ইরানের হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতির বরাতে তাসনিম জানায়, কেশম দ্বীপের মেরিন কর্মকর্তারা সেখানকার প্রসিকিউটরের আদেশে এক লাখ ছয় হাজার পাঁচশ’ লিটার জ্বালানি তেল পাচারের সময় একটি জাহাজ আটক করে।

পারস্য উপসাগর ব্যবহার করে জ্বালানি তেল পাচারের অভিযোগে ইরান প্রায়ই বিদেশি জাহাজ আটক করে থাকে।

এর আগে শুক্রবার (২৭ মে) পারস্য উপসাগরে গ্রীসের দু’টি তেলবাহী ট্যাংকার জাহাজ আটক করে ইরানের রেভল্যুশনারি গার্ড।