সর্বশেষঃ

এডিশ মশা রোধে জলশয় ও নর্দমায় তেলাপিয়া চাষ: মেয়র তাপস

এডিশ মশা রোধে নগরের জলাশয় ও নর্দমা পরিষ্কার করে তেলাপিয়া মাছ চাষের করার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘আগামী ১৪ জুন হতে জলাশয় এবং নর্দমা পরিষ্কারের কাজ শুরু করা হবে। জলাশয়গুলোতে তেলাপিয়া মাছ চাষের পাশাপাশি পাতি হাঁস পালন করার উদ্যোগ নেয়া হবে যাতে জলাশয়গুলো সচল থাকে এবং মশার লার্ভা থাকতে না পারে।’

রবিবার সকালে মশক নিধনে ডিএসসিসি’র বছরব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলন মেয়র।

মশক নিধনের কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে জানিয়ে তিনি তাপস বলেন, ‘নগরবাসী ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হোক তা আমরা চাইনা। এ কারণেই করোনার এ মহামারির মধ্যেও মশক নিধন কার্যক্রম বেগবান করা হয়েছে এবং ২৪ ঘন্টা এ কাজ চলবে।’

নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, ‘মশক নিধন নিয়ে কোনো সমস্যা হলে স্বাস্থ্য কর্মকর্তা বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানাবেন। আমার সাথেও যোগাযোগ করতে পারবেন।’

তিনি বলেন, ‘নগরবাসীদের গত বছরের ন্যায় যেন মশার অত্যচার সহ্য করতে না হয়, সে লক্ষ্যে আমি মেয়রের দায়িত্ব গ্রহণ করেই মশক নিধনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।’

পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ঘাট নর্দমা সংস্কার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যানজট নিরসন ইত্যাদি বিষয়েও গুরুত্ব দিয়ে কার্যক্রম নেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *