সর্বশেষঃ

এসএমএস পেয়েও দ্বিতীয় ডোজ পাচ্ছেন না অনেকে

দেশে করোনার প্রথম ডোজের টিকা দেয়া পুরোপুরি বন্ধ। প্রথম ডোজপ্রাপ্তরাই নিচ্ছেন দ্বিতীয় ডোজের টিকা নিতে নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল থেকে ভিড় ছিলো গ্রহীতাদের। ঘাটতি থাকায় দ্বিতীয় ডোজ নিতে পারছেন না অনেকে। এরই মধ্যে অনেক কেন্দ্রে টিকা শেষ হয়ে গেছে।

রাজধানীর তেজগাঁও এর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে ভোর থেকে টিকা নিতে গ্রহীতাদের দীর্ঘ লাইন দেখা যায়। লাইনে অপেক্ষায় থাকা অনেকে জানান, গত কয়েকদিন ধরে নির্ধারিত তারিখে টিকা নিতে আসলেও না পেয়ে ফিরে যেতে হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাদ্দ পাওয়া টিকায় চলছে চাহিদা মেটানোর কাজ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, বুধবার পর্যন্ত সারাদেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েেছে ৪০ লাখ ৬০ হাজার। আর প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার মানুষ। সে হিসাবে দেশে মোট টিকার মজুদ রয়েছে ৩ লাখ ডোজ।