সর্বশেষঃ

করোনায় নতুন শনাক্ত ৩,১১৪, মৃত্যু ৪২ জনের

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে শনাক্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১,৯৬৮ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৩,১১৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১,৫৬,৩৯১ জন।

মৃত্যু হওয়া ৪২ জনের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১০ জন।

গত চব্বিশ ঘণ্টায় ৬৩টি ল্যাবে নমুনা সংগ্রহ করে হয়েছে ১৪,৭৮১টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৪,৬৫০টি।

এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮,১৭,৩৪৭টি।

পাশাপাশি গত চব্বিশ ঘণ্টায় আরো ১,৬০৬ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮,০৪৮ জনে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

উল্লেখ্য, গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ই মার্চ।