সর্বশেষঃ

করোনা উপসর্গ নিয়ে সাবেক বিচারকের মৃত্যু

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক জেলা ও দায়রা জজ, শ্রম আদালতের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান করোনা উপসর্গ নিয়ে নিউমোনিয়া ও কার্ডিয়াক অ্যাটাকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ মঙ্গলবার (২৩ জুন) প্রথম প্রহর ১২.৪৩ মিনিটের সময় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদটি  গ্লোবাল টাইম ২৪.কম কে নিশ্চিত করেছেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন আগে থেকে জ্বরে ভুগছিলেন ও পরে কফ জমে গিয়েছিল। তবে ওনার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল।

সাবেক এই বিচারক ঢাকায় বায়তুল আমান হাউজিং সোসাইটিতে বসবাস করতেন। তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০১০ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হয়েছিলেন।

মরহুমের লাশ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর শ্রীনগর উপজেলার ভাগ্যকূল গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।