সর্বশেষঃ

করোনা ঝুঁকিতে পটুয়াখালি, ৭ দিনে ১১৫ জন শনাক্ত

বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে করোনাভাইরাসে শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালি জেলা।

গত চব্বিশ ঘন্টায় পটুয়াখালিতে নতুন করে আরো ২৭ জন কোভিড-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে।

তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের মোট আক্রান্তের ১২ শতাংশ রোগী পটুয়াখালি জেলার।

গত ৭ জুন পটুয়াখালিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৭৭ জন। ৭ দিনে করোনাভাইরাসে নতুন শনাক্ত ১১৫ জন।

এ বিষয়ে ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, গত ৭ দিনে পটুয়াখালি জেলায় ১০০ এর অধিক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই অঞ্চলে বেশিরভাগ রোগী মানছে না স্বাস্থ্যবিধি।

তিনি আরো বলেন, করোনা টেষ্ট করিয়ে রিপোর্ট হাতে পাওয়ার আগেই ঘুরে বেড়াচ্ছেন গ্রামে গ্রামে। ফলে তাদের দ্বারা অনেকেই আক্রান্ত হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রামণ রোধে ব্যক্তি সচেতনতার প্রতি বেশী গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে।

গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ৮ হাজার ৮৩৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *