সর্বশেষঃ

চলবে সব গণপরিবহন, খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্রে

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯ আগস্ট থেকে রেল, সড়ক ও নৌপথে সব গণপরিবহন চলবে। এছাড়া পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয় গণপরিবহন, বিনোদন কেন্দ্র খোলা হলেও সবার মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রণীত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা দেখা গেলে কর্তৃপক্ষকে দায় নেয়ার পাশাপাশি জরিমানা করা হবে।

এরআগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের দেয়া বিধি নিষেধ গতকাল বুধবার থেকে শিথিল করা হয়। সব সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠাও খোলে বুধবার।