সর্বশেষঃ

টিকা নিয়ে হতাশায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

করোনা মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯ লাখ শিক্ষার্থীকে টিকা দেয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেই। এতে হতাশ ছাত্র-ছাত্রীরা। তবে কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে কলেজগুলোকে শিক্ষার্থীদের তালিকা দিতে বলা হয়েছে।

করোনার কারণে ১৫ মাসের বেশি সময় ধরে বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে আটকে যায় ফাইনাল পরীক্ষা। পরে জানুযারিতে পরীক্ষা হলেও ফল প্রকাশ হয়নি এখনও।
এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হলেও, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেই। এতে হতাশ শিক্ষার্থীরা।

শিক্ষকরা বলছেন, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের আগ্রহ কম। কমছে উপস্থিতির সংখ্যা। তৃণমূলে সামর্থ্য না থাকায় ক্লাস করতে পারছেন না অনেকে।

এ প্রশ্নে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে কলেজগুলোর কাছে টিকার জন্য তালিকা চাওয়া হয়েছে। আর যেসব শিক্ষার্থীর আর্থিক সঙ্গতি নেই তাদের ইন্টারনেট সুবিধা দেয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ২৯ লাখ। তবে এর মধ্যে আবাসিক ছাত্র-ছাত্রীর সংখ্যা কত, সে তথ্য নেই কারও কাছে।