সর্বশেষঃ

তুরস্কে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা আটক

ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু হাসান আল-হাশেমি আল-কুরায়েশিকে আটকের কথা জানিয়েছে তুরস্ক।

বৃহস্পতিবার (২৬ মে) ব্লুমবার্গকে আঙ্কারার জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি।

আঙ্কারার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে ব্লুমবার্গের খবরে বলা হয়, সন্ত্রাসবিরোধী অভিযানে তুর্কি গোয়েন্দারা আবু হাসান আল-হাশেমি আল-কুরায়েশিকে তুরস্কের একটি শহর থেকে আটক করেছেন। তবে এর বেশি কোনো তথ্য দেয়নি আঙ্কারার কর্মকর্তারা।

জানা যায়, কুরায়েশির প্রকৃত নাম জুমা আওয়াদ আল-বাদরি। গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় এক মার্কিন অভিযানে গোষ্ঠীটির পূর্ববর্তী নেতা আবু ইব্রাহিম আল-কুরায়েশি নিহত হওয়ার পর তিনি কুরায়েশি নামেই আইএস জঙ্গিগোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছিলেন।

ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাদরি আইএসের প্রথম শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদির ভাই।

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম ওডিএটিভি জানায়, বাদরির থাকার জায়গার ওপর বেশ কিছুদিন ধরে নজরদারি চালানোর পর তাকে আটক করা গেছে। পুলিশ এই অভিযান চালাকালে প্রাকাশ্যে কোনো গুলি ছোড়েনি। এ অভিযান পরিচালিত হয় ‘অতি গোপনে’।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান সামনের দিনে এ বিষয়ে ঘোষণা দেবেন বলেও জানায় ওডিএটিভি।