সর্বশেষঃ

দারফুরে আরো সেনা পাঠাচ্ছে সুদান

সংঘাতপূর্ণ দারফুরে আরো সেনা পাঠাচ্ছে সুদানি সরকার। সম্প্রতি ওই অঞ্চলে অজ্ঞাত অস্ত্রধারীর হামলায় অর্ধশতাধিক কৃষক নিহতের পরই এ সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হ্যামদোক বলেন, নিরাপত্তা বাহিনী চাষের মৌসুমে কৃষকদের রক্ষার দায়িত্ব পালন করবে।
দারফুরে শনিবার অজ্ঞাত বন্দকধারীর হামলায় ৬০ কৃষক নিহত হয়। আগের দিন নিহত হয় আরো ২০ জন। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
অঞ্চলটিতে ২০০৩ সাল থেকে চলমান সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধে ৫ লাখের মতো মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১৬ লাখের বেশি।
সবশেষ সংঘাতে, বহুগ্রাম, বাজার, মালামালভর্তি দোকানপাট জ্বালিয়ে দেয়া হয়। দারফুরে জাতিসংঘের সমন্বিত মানাবাধিকার বিষয়ক দফতর এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, দারফুরে বিবদমানপক্ষগুলোর মধ্যকার তীব্র সংঘাতের কারণে বাস্তুচ্যুতের হার বেড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল উৎপাদন। জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবিক সহায়তার প্রয়োজন বলেও জানানো হয়।
সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ হামলার দায় স্বীকার করেনি কেউ।
২০১৯ সালে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ওমর আল বাশারের বিরুদ্ধে ওই অঞ্চলে গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করতে চায় আইসিসি।
গেলো সপ্তাহে ৭৬ বছর বয়সী ওমর আল বাশারকে রাজধানী খার্তুমের আদালতে হাজির করা হয়। ১৯৮৯ সালে যে সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতায় এসেছিলেন সে সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডে দেয়া হতে পারে ওমর আল বাশারকে। ইতোমধ্যে তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন।