সর্বশেষঃ

দুষ্টচক্রের হাত থেকে আওয়ামী লীগকে বাঁচাতে হবে

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দানবিক শক্তি হটিয়ে মানবিক শক্তিকে গুরুত্ব দিতে হবে। মানবিক শক্তিই পারে সৃজনশীল রাজনীতিকে জাগ্রত করতে। দুষ্টচক্রের হাত থেকে আওয়ামী লীগকে বাঁচাতে হবে- এটাই শেখ হাসিনার নির্দেশ। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যারা মানুষের কল্যাণে কাজ করতেন, সারা জীবন মানুষের সেবা করতেন, তারাই একসময় জনপ্রতিনিধি নির্বাচিত হতেন। এখন প্রায়ই দেখা যায়, ব্যবসায়ীরা রাজনীতিতে আসছেন। কোনো কোনো ক্ষেত্রে তারা সফলও হয়েছেন। এখন মানব পাচারকারীরাও জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন। আমলারা সারা জীবন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে অবসরে গিয়ে রাজনীতিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছেন। মাবন পাচারকারী পাপুলদের মতো অনেকেই এই দেশে আছে। তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তিনি বলেন, জনপ্রতিনিধি হবেন তারাই, যারা জনগণের কাছাকাছি থাকেন, আদর্শভিত্তিক রাজনীতি করেন। কিন্তু এখন আমলারা রাজনীতিবিদ হচ্ছেন, ব্যবসায়ীরা রাজনীতিতে ঢুকে পড়ছেন। দিন শেষে এরা নিজেদের স্বার্থটাই দেখবেন। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কোনো ভূমিকা রাখতে পারবেন না তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদ ইসলাম পাপুলকে সংসদ সদস্য পদে বিজয়ী করতে আওয়ামী লীগের প্যাডে চিঠি দেওয়া হয়েছিল- এটা নিয়ে এখন দেশ-বিদেশে সমালোচনার ঝড় চলছে। বিষয়টিকে কীভাবে দেখছেন? এমন প্রশ্নে বাহাউদ্দিন নাছিম বলেন, পাপুল একজন স্বতন্ত্র এমপি। তিনি আওয়ামী লীগের এমপি নন। তবে শুনেছি কেউ একজন আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে একটি চিঠি ইস্যু করেছিলেন। কিন্তু যিনি চিঠি দিয়েছিলেন, তিনি কি এখতিয়ার রাখেন? আওয়ামী লীগের পক্ষ থেকে গঠনতন্ত্র অনুযায়ী চিঠি দেওয়ার এখতিয়ার কেবল দলের সাধারণ সম্পাদকের। এ ছাড়া চিঠি দেওয়ার অধিকার অন্য কারও নেই। কাজেই অন্য কোনো ব্যক্তি যদি চিঠি দিয়ে থাকেন, ওই চিঠির গুরুত্বও থাকার কথা নয়।

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘ব্যক্তি পাপুলকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো কথা নেই। এ ধরনের মানুষ রাজনীতিতে এসেই জনপ্রতিনিধি হওয়া রাজনীতি ও জাতির জন্য হতাশাজনক। এ ধরনের মানুষ যদি বাংলাদেশে রাজনীতিতে সুযোগ পায়, ক্ষমতার অপব্যবহার করে দেশটাকেও ধ্বংস করতে পিছপা হবে না। এখন আমাদের সময় এসেছে, এ ধরনের অসাধু মানুষদের, মানব পাচারকারী, যারা মানুষকে দুরবস্থার মধ্যে ঠেলে দেয়, মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কারণ এ ধরনের অনেক পাপুল আমাদের দেশে আছে। এই পাপুলদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতেই হবে। রাজনৈতিক দলগুলোকে রক্ষা করতে হবে। দেশকে রক্ষা করতে হবে। যদি এমন পাপুল আমাদের দলের ভিতরে থেকে থাকে, বা অন্য দলেও থেকে থাকে, তাহলে এদের বের করে দিয়ে দলকে সুসংগঠিত করতে হবে। আগে দেশ বাঁচাতে হবে।’