সর্বশেষঃ

পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে ‘অক্ষমতা’ হিসাবে দেখছে রাশিয়া

রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের অর্থনেতিক ও বাণিজ্যিক অবরোধকে পশ্চিমাদের অক্ষমতা হিসাবে উল্লেখ করে ক্রেমলিন বলেছে, তারাও নানা ধরনের অবরোধ নিয়ে ভাবতে শুরু করেছে।

ইউক্রেনে হামলার পাল্টা ব্যবস্থা হিসাবে রাশিয়া প্রেসিডেন্ট ও শীর্ষ কূটনীতিকসহ দেশটির ধনী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানান ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা। এরই জবাবে প্রথমবার মুখ খুলেছে রাশিয়ার কর্তৃপক্ষ।

শুক্রবার, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বলেন, পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞা এক ধরনের অক্ষমতারই বহি:প্রকাশ। এতে করে সম্পর্কগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে না আসার পর্যায়ে চলে গেছে বলেও সতর্ক করে দেন তিনি।

টেলিভিশনে এক বক্তৃতায় এই নারী মুখপত্র বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের ওপর আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের অবরোধ আরোপের সিদ্ধান্ত পররাষ্ট্র নীতিতে পশ্চিমাদের সম্পূর্ণ অক্ষমতার বহি:প্রকাশ।

তিনি বলেন, পশ্চিমের সাথে রাশিয়ার সম্পর্ক বিপদজনক অবস্থার কাছাকাছি চলে গেছে। মস্কো এমনটা কখনও চায়নি। সব সময় আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চেয়েছে। অ্যাংলো স্যাক্সনসরা একের পর এক সেই পথ বন্ধ করে দেয়ায় ক্রেমলিন ভিন্ন পথ ধরেছে।