সর্বশেষঃ

পূর্বাঞ্চলের ৪০ শহরে রুশ সেনাদের গোলাবর্ষণ

রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাসে ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৬ মে) ইউক্রেনীয় সামরিক বাহিনীর যৌথ টাস্ক ফোর্সের এক ফেসবুকে পোস্টের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রুশ সেনা দোনেৎস্ক এবং লুহানস্কের ৪০টিরও বেশি শহরে কামানের গোলা নিক্ষেপ করেছে।

ওই ফেসবুক পোস্টে বলা হয়, রুশ সেনাদের কামানের গোলায় ৪৭টি বেসামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে ৩৮টি বাড়ি এবং একটি স্কুলও রয়েছে।

আর এই গোলাবর্ষণে পাঁচ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলেও ওই পোস্টে দাবি করা হয়।

গত মাস থেকে রাশিয়া ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ায় মনোযোগ দিয়েছে এবং সেই লক্ষ্যে তাদের সামরিক অভিযান জোরদার করেছে। রুশ সেনারা তিন দিক থেকে আক্রমণ চালিয়ে সেভেরোদোনেৎস্ক এবং লিসিচানস্ক শহরে থাকা ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করছে।

উল্লেখ্য, এখানে ইউক্রেনীয় সেনাদের পতন ঘটলেই লুহানস্ক প্রদেশে রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ আসবে যা ক্রেমলিনের বর্তমান সামরিক অভিযানের প্রধান লক্ষ্য।