সর্বশেষঃ

প্রতিবেশীদের উত্তেজনা না বাড়াতে আহবান পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন, তারা যেন মস্কোর সঙ্গে আর উত্তেজনা বৃদ্ধি না করে।

শুক্রবার (৪ মার্চ) এক টেলিভিশন বক্তৃতায় পুতিন দাবি করেন, প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনও অসৎ উদ্দেশ্য রাশিয়ার নেই।

বক্তৃতায় পুতিন বলেন, ‘আমি তাদের (প্রতিবেশী দেশগুলোকে) পরামর্শ দেব উত্তেজনা বৃদ্ধি না করতে। আর কোনও নিষেধাজ্ঞা না দিতে।’

নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করার মতো কোনও কারণ আমি দেখি না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় পুতিন আরও বলেন, যদি আমরা কারো ওপর কোনও পদক্ষেপ নেই সেটি শুধুমাত্র তাদের অবন্ধু সুলভ আচরণের জন্য, রাশিয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলে আমরাও পদক্ষেপ নেই।

উল্লেখ্য, ইউক্রেন ছাড়া রাশিয়ার সঙ্গে সীমান্ত আছে বেলারুশ, নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, জর্জিয়া ও আজারবাইজানের সঙ্গে।

প্রতিবেশীদের এই দীর্ঘ তালিকায় বেলারুশ বাদে বাকি দেশগুলোর সঙ্গে রাশিয়ার উষ্ণ সম্পর্ক নেই।

রাশিয়ার বাকি প্রতিবেশীদের সবাই এখন তাদের বিরুদ্ধেই কথা বলেছে, চলমান যুদ্ধের বিরোধিতা করছে।

এমনকি এই দেশগুলো রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সহায়তা দিচ্ছে, অন্য দেশকে সহযোগিতা পাঠাতে সহায়তা দিচ্ছে।

প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্টের এমন বক্তব্য এমন সময় এলো যখন রাশিয়ার ওপর কীভাবে চাপ বাড়ানো যায়, তার পথ খুঁজে বের করার জন্য পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠক শুরু করেছেন।