সর্বশেষঃ

বরিশালে এসএসসি পরীক্ষার ফলাফলে এগিয়ে মেয়েরা

বরিশালে এসএসসি পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েছে মেয়েরা।

সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। তবে পাশের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা।

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসিতে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৮২ দশমিক ৬৭। অন্যদিকে ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৭৬ দশমিক ৭২ শতাংশ।
পাশাপাশি ২ হাজার ৩৭৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ২ হাজার ১০৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।
বিষয়ভিত্তিক পাশের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও এগিয়ে রয়েছে মেয়েরা।
বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১ হাজার ৪৩২টি স্কুল থেকে ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।
এ বিষয়ে রীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, ফলাফল ভালো হয়েছে। তবে অন্য বোর্ডের সাথে তুলনা করলে খুব ভালো নয়।
তিনি আরো বলেন, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠায় এবারে বরিশাল বোর্ডে এ দু’টি বিষয়ে ফলাফল ভালো হয়েছে। আশা করি সামনে আরও ভালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *