সর্বশেষঃ

বরিশালে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, একদিনে ১৩৩

গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। এ সময়ে নতুন আরো ১৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮৫ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত বরিশাল জেলায় ৫২ জন। পরবর্তীতে রয়েছে পটুয়াখালি জেলায় ২৭ জন, ভোলা জেলায় ২৩ জন, পিরোজপুর জেলায় ৪ জন, বরগুনা জেলায় ১৫ জন ও ঝালকাঠি জেলার ১২ জন নতুন শনাক্ত হয়েছে।

চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। মৃত ব্যক্তি ঝালকাঠি জেলার বাসিন্দা।

এই সময়ে নতুন করে সুস্থ হয়েছে ২৩ জন । এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৪০০ জন।

১৫৮৫ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ আক্রান্ত ৯২৪ জন, পটুয়াখালীতে ১৯২ জন, ভোলায় ১৩৯ জন, পিরোজপুরে ১০৬ জন, বরগুনায় ১৩১ জন ও ঝালকাঠিতে ৯৩ জন।

এমন তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

এ সময়ে ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বরিশাল বিভাগে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। যা গতকালের প্রায় ৩ গুন বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *