সর্বশেষঃ

বরিশাল বিভাগে মৃত্যু ১৫ জনের

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে একদিনে সর্বোচ্চ ৮৭৯ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪৭ দশমিক ৩৯ শতাংশ।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮ থেকে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠিতে দুইজন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে উপসর্গে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরচিালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় এক হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৭৯ জন শনাক্ত হয়েছেন। এরআগে একদিনে বিভাগে ৮৭৯ জন শনাক্তের রেকর্ড নেই।