সর্বশেষঃ

বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে জমি জমার জের ধরে হত্যার উদ্দেশ্যে হামলা

স্টাফ রিপোর্টারঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পারশিবপুর গ্রামে গত ২০ জুন দুপুর ১২ টা ৩০ মিনিটে মনা বেপারীর বাড়ির সামনের পূর্ব পরিকল্পিতভাবে ফজলু মোল্লার স্ত্রী জেসমিন বেগম এর উপরে হত্যার উদ্দেশ্যে ভূমিদস্যুরা হামলা চালায়। মৃত তাজু মোল্লার দুই পুত্র ফজলু মোল্লা ও বজলু মোল্লা জমিজমার জেরে ধরে দীর্ঘদিন যাবৎ কলহ চলে আসছিল। এ বিষয়ে ফজলু মোল্লার স্ত্রী জেসমিন বেগম জানান ঘটনাস্থল জমি আমার স্বামী ফজলু মোল্লার পৈত্রীক সম্পত্তি। আমার স্বামীর আপন ভাই বজলু মোল্লা তাহাকে সহজ সরল পাইয়া আমাদের ভোগদখলীয় জমি জবর দখল ও জমিতে থাকা গাছপালা কাঠিয়া ভাঙ্গিয়া এযাবৎকাল ক্ষতিসাধন করে আসছে। এই বিষয়ে আমিও আমার স্বামী বিভিন্ন সময় তাহাদের প্রতিবাদ করিলে আমাদের বেশ কয়েকবার মারধর করে। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিমাংশার সিদ্ধান্ত নিলে আমরা তা মেনে নেই কিন্তু ওই ভূমিদস্যুরা সালিশ বৈঠক অমান্য করিয়া আমাকে সহ আমার স্বামী সন্তানকে মারধর ও খুন জখম করার সুযোগ খুঁজতে থাকে তাহারী জের ধরিয়া ঘটনার দিন আমাদের ভোগদখলীয় জমি খতিয়ান ২৭৩/২২৫ যাহার হাল ৬৭২/৬৭৬/৬৭৭/৩২৮ নং দাগ অনধিকার প্রবেশ করিয়া জমি জবর দখলের চেষ্টা করে ওই সময় আমি ভূমিদস্যুদের বাধা দিলে আমাকে ধরিয়া এলোপাতাড়ি কিল-ঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে ওই সময় বজলু মোল্লা তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে খুন করার উদ্দেশ্যে আমার মাথায় লক্ষ্য করে সজরে বাড়ি মারিলে আমার মাথা সরাইয়া নিলে উক্ত বাড়ি আমার ঘারে পরিয়া হাড়ভাঙ্গা গুরুতর জখম হয়। বজলু মোল্লার কুপুত্র নাসির মোল্লা আমার পরিহীত থাকা স্বর্ণের চেইন টান দিয়া ছিড়িয়া নেয়। এ সময় পিতা পুত্র আমার পরীধেয় কাপড় টানা হেচরা করে শ্লীলতাহানি করে।

আমার ডাকচিৎকার শুনীয়া স্থানীয় রাশেদ খান, মনা বেপারী, জালাল খান, সহ আরো কয়েকজনে আমাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান যাহার রেজিঃনং ৮৭৫/০৭। আমি একটু সুস্থ হইয়া স্থানীয়ভাবে সালিশ মিমাংসার চেষ্টা ব্যর্থ হইয়া থানায় অভিযোগ দায়ের করিলেও এখন পর্যন্ত কোনো শুরহা হয়নি।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই ঘটনার সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছে ভুক্তভোগী পরিবার।