সর্বশেষঃ

মরে গেলে কবরে কিছুই যাবেনা: প্রধানমন্ত্রী

আজ মঙ্গলবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ঈদের উপহার হিসেবে প্রায় ৩৩ হাজার পরিবারকে স্থায়ী ঠিকানা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর এসব উপহার পেয়ে খুশিও হয়েছেন ঘরহীন মানুষেরা।

মঙ্গলবার সকালে দেশের চারটি উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় সবার চোখে ছিলো আনন্দ। ছিলো ঠিকানা ফিরে পাবার আনন্দ। তবে, অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস অনেক কিছু জানিয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, মরে গেলে কবরে কিছুই যাবেনা। টাকা পয়সা, সম্পদ, আরো অনেক কিছু যা আমরা প্রতিদিন অর্জন করি। তাই এসবের পিছে না ছুটে, নিজেকে অসম্মানের জায়গায় না রাখতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, একজন মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আর কিছুই হতে পারে না। বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ছিলো মানুষের পাশে দাঁড়ানো, মুখে হাসি ফোটানো। এটাই জীবনের বড় পাওয়া এবং প্রাপ্তি।

সেই আদর্শে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষকে যদি একটু আশ্রয় দেওয়া যায়, তার মুখে হাসি ফোটানো যায়, তাহলে এটাই জীবনের বড় অর্জন।