সর্বশেষঃ

রাজনীতি করে কিছু পাওয়ার চিন্তা করা এক ধরনের দুর্নীতি: এড.যূঁথী

সাদাকে সাদা আর কালোকে কালো বলার কিন্তু অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে । কথায় কথায় বিশেষ বিশেষ শ্রেণী সৃষ্টি করা কোন সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে না। নিজেকে বিশেষ শ্রেণীভুক্ত করতে চাওয়া বা করার প্রবণতাও কোন ভাল মনুষত্ব পরিচায়ক নয়। যে এসব বুঝে ,যে এসব দেখে বড় হয় তার কিন্তু এমন ইচ্ছা হয় না । নিজেকে সাধারণের মতো করে চলার চেষ্টা বড় মাপের মানসিকতার পরিচায়ক । সর্বোপরি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ও এই শিক্ষা আমরা নিতে পারি । নিজে কিছু একটা হয়েছে নিজে কিছু একটা হবে ,কিছু একটা পাবো, কিছু পেলাম তারপরে আরো কিছু চাই এইযে চাই চাই মনোভাব থেকেই সৃষ্টি হয় চাওয়ার প্রবণতা সেই প্রবণতা থেকেই সৃষ্টি হয় প্রতারণার প্রবণতা কারণ প্রতারণা করে হলেও আমাকে পেতেই হবে ,এইভাবে পাওয়া আর চাওয়া এই দুই মিলে মানুষ হয়ে যায় চাওয়া পাওয়ার যন্ত্র এবং সেই চাওয়া যন্ত্র ঘরে বাইরে সমাজে প্রত্যেকটা জায়গায় তার প্রতিফলন ঘটায় ,কথায় কথায় কি হয়েছিরে ,এমন শুনলে মানুষ নয় হাস মুরগি পশু পাখিও হাসে । এরা হাসলে কি করবেন ,হাসি কি তকমা দিয়ে বন্ধ করা যায় ? রাজনীতি আপনাকে আর কত দিবে ,মা ,বাবা বাড়ি ঘড় মা ওই মা , সবি দিয়েছে । আর ও দিয়েছে গাড়ি বাড়ি রোজগার ।রাজনীতি ব্যাবসা বন্ধ হওয়া উচিত । ডিম দেওয়া রাজহাঁস হয়েছে আজ রাজনীতি । রাজনীতি দেওয়ার জায়গা । রাজনীতি করে কিছু পাওয়ার চিন্তা করা এক ধরনের দুর্নীতি ,এই ধরনের দুর্নীতি ঘুণপোকা খেয়ে ফেলছে সমাজের উৎকর্ষতা । সভ্য মানুষদের জন্য কি কিছুই অবশিষ্ট থাকবে না ?

লেখক :এডভোকেট নাহিদ সুলতানা যূঁথী

সাবেক  ট্রেজারার সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন

সভাপতি  রাজশাহী বিশ্ববিদ্যালয় ল এ্যালামনাই এসোসিয়েশন (রুলা)।