সর্বশেষঃ

লেবাননে তীব্র সঙ্কটের মাঝেই বৃদ্ধি পেল জ্বালানীর দাম

লেবাননে চলমান জ্বালানী সঙ্কটের মাঝেই এর দাম বাড়ানোর ঘোষণা দিলো দেশটির সরকার। জ্বালানী খাতে সরকারের ভর্তুকি কমাতেই আসলো এ সিদ্ধান্ত।

গত শনিবার (২১ আগস্ট) নিত্যপ্রয়োজনীয় জ্বালানীর মূল্য ৬৬ শতাংশ বৃদ্ধির কথা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘোষণার পর শৃঙ্খলা বজায় রাখতে পেট্রোল পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে সেনা।

এদিকে, রাজধানী বৈরুতে মাইলের পর মাইল সড়ক স্থবির হয়েছে হাজারো গাড়ির কারণে। একই চিত্র আশপাশের এলাকাগুলোরও। জ্বালানীর অভাবে সৃষ্টি হয়েছে এ অচলাবস্থা। মার্কিন নিষেধাজ্ঞা ও কালোবাজারির প্রভাবে মধ্যপ্রাচ্যের দেশটিতে বেশ কিছুদিন ধরেই চলছে তীব্র এ জ্বালানী সঙ্কট।