সর্বশেষঃ

লেবানন থেকে ইসরায়েলে আরও রকেট নিক্ষেপ

লেবানন থেকে ইসরায়েলে আরও রকেট নিক্ষেপ
লেবানন থেকে ইসরায়েলের দিকে চারটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে লেবানন থেকে এটি তৃতীয় হামলা চালানো হলো। লেবাননের একটি সামরিক সূত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।

এই রকেটগুলো টায়ার জেলার সেড্ডিকাইন গ্রামের কাছাকাছি থেকে নিক্ষেপ করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। তবে কারা এ রকেট হামলা চালিয়েছে তা উল্লেখ করা হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে চারটি রকেট নিক্ষেপ করা হয় এবং ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী একটি প্রতিহত করে। বাকিগুলো সম্ভবত মুক্ত অঞ্চলে পড়েছে।
জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় ৫২ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছেন।

গত ১০ মে থেকে গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বহু বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনকেও গুঁড়িয়ে দিয়েছে তারা। এ পর্যন্ত গাজায় অন্তত ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৩ শিশু ও ৩৬ জন নারী রয়েছে।