সর্বশেষঃ

শূন্যের জোড়া রেকর্ডে শীর্ষে তামিম

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। ০ রানে প্যাভিলিয়নে ফেরার মধ্যদিয়েই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নিজের নাম লিখিয়েছেন এক অস্বস্তিকর রেকর্ডের খাতায়।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি এখন তামিমের দখলে। এর আগে এই রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজার। ৩৩ বার ০ রানে আউট হয়েছিলেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক। তবে ১৬ জুলাই হারারেতে মাশরাফিকে ছাড়িয়ে গিয়েছেন তামিম। এদিকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও তামিম বনে গেছেন বাংলাদেশিদের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি ডাক এর মালিক।

এতদিন তামিমের সাথে সবচেয়ে বেশি ১৮টি ডাক বা শূন্য রানে আউট হওয়ার রেকর্ড ছিল সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। তামিমের ডাক এখন ১৯টি। ১৫টি শুন্য নিয়ে তিনে আছেন মাশরাফি বিন মর্তুজা।