সর্বশেষঃ

সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমার মৃত্যু

অনলাইন ডেস্ক
রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন পর্বতারোহী রেশমা নাহার রত্না। আজ শুক্রবার সকাল ৯টার দিকে লেকরোড দিয়ে সাইক্লিং করার সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। সাইক্লিস্ট সাবিনা ইয়াসমীন মাধবী গণমাধ্যমকে জানান, রেশমা রত্না পর্বতারোহী, দৌঁড়বিদ এবং সাইক্লিস্ট ছিলেন।

তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেন। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম সাংবাদিকদের রেশমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।