সর্বশেষঃ

সিরিজ জিততে টাইগারদের লক্ষ্য ২৪১

হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। ৫০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৯ উইকেটে ২৪০ রান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে রয়েছে সফরকারি বাংলাদেশ।

জিম্বাবুয়ের ইনিংসে ফিফটি একটি, ওয়েসলি মাধেভেরে করেন ক্যারিয়ার সেরা ৫৬ রান। পঞ্চাশ ছোঁয়া জুটি কেবল একটি, মাধেভেরের সঙ্গে সিকান্দার রাজার ৬৩।

ব্রেন্ডন টেইলর, ডিওন মায়ার্স ও রেজিস চাকাভা থিতু হয়েও বড় করতে পারেননি ইনিংস। দুইবার জীবন পেয়েও ১৩ রানে থামেন ওপেনার টাডিওয়ানাশে মারুমানি।

মুস্তাফিজুর রহমানের চোটে এই ম্যাচেও সুযোগ পাওয়া শরিফুল ইসলাম ৪ উইকেট নেন ৪৬ রানে। আগের ম্যাচে পাঁচ উইকেট নেয়া সাকিব ২ উইকেট নেন ৪২ রানে। দারুণ বোলিংয়ে ৩৮ রানে তাসকিন আহমেদের শিকার একটি।

তিন বলের মধ্যে দুই চার মেরে মাত্রই ডানা মেলতে শুরু করা সিকান্দার রাজাকে ফেরান মোহাম্মদ সাইফ উদ্দিন। স্লোয়ার শর্ট বল কিপারের মাথার ওপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন রাজা। ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৪৪ বলে দুই চারে ৩০ রান করেন রাজা।তখন ৪৮ ওভারে জিম্বাবুয়ের স্কোর ৯ উইকেটে ২২৯।

ওভারে জোড়া শিকারে ক্যারিয়ারে প্রথমবার চার উইকেটের স্বাদ পেয়েছেন শরিফুল ইসলাম। এক ওভারে লুক জঙ্গুয়ে এবং ব্লেসিং মুজারাবানির উইকেট নেন শরিফুল। ১ চারে ৭ বলে ৮ রান করে মোসাদ্দেকের কাছে ক্যাচ দিয়ে ফেরেন জঙ্গুয়ে। ২ বল খেলে লিটন দাসের কাছে গ্লাভসে বল দিয়ে শূন্য রানে ফিরেন মুজারাবানি। ৪৭ ওভারে জিম্বাবুয়ের স্কোর তখন ৮ উইকেটে ২২১।

তামিমের চমৎকার ক্যাচে থামান মাধেভেরে। ফিফটি করার পর বেশিদূর যেতে পারলেন না ওয়েসলি মাধেভেরে। চমৎকার এক ক্যাচে তাকে ফিরিয়ে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙে তামিম ইকবাল। শরিফুল ইসলামের বলে ভাঙে ৭০ বল স্থায়ী ৬৩ রানের এ জুটি।

ডিওন মায়ার্সকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট নেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহর কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

দুর্ভাগ্যজনক চোট পেয়ে ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়েন মেহেদী হাসান মিরাজ। বল-ব্যাটের মাঝে পড়ে কেটে গেছে এই অফ স্পিনারের আঙুল। মিরাজের বল বোলারের দিকেই ফেরত পাঠান ওয়েসলি মাধেভেরে। নন স্ট্রাইকার ব্যাটসম্যান ডিওন মায়ার্স অহেতুক এগিয়ে রেখেছিলেন ব্যাট। তৎপরত মিরাজ ফিল্ডিং করতে গেলে তার ডান হাত পড়ে যায় বল-ব্যাটের মাঝে। এত বেশ ব্যথা পান মিরাজ, তার আঙুলও কেটে যায়।

২৫তম ওভারে শরিফুল ইসলামের বলে কট বিহাইন্ডের আবেদন করে বাংলাদেশ। পরে আবার সেই শটের শ্যাডোর মতো করতে গিয়ে বেলস ফেলে দেন টেইলর। রিপ্লেতে দেখে তাকে হিট উইকেট দেন আম্পায়ার। ৫৭ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৪৫ রান করেন টেইলর।ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটি চতুর্থ হিট উইকেটের ঘটনা, আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম।

প্রমোশন পেয়ে তিনে নামা রেজিস চাকাভাকে থামালেন সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার বোল্ড করেন জিম্বাবুয়ের কিপার-ব্যাটসম্যানকে। তখন ১৬ ওভারে জিম্বাবুয়ের স্কোর ৩ উইকেটে ৮১।

এর আগে পাওয়ার প্লেতে জিম্বাবুয়ের দুই ওপেনারকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন। ফিরিয়ে দেন দলে আসা টিনাশে কামুনহুকামউইকে। পাওয়ার প্লের মধ্যে নিজের একমাত্র ওভারে মারুমানিকে বোল্ড করে দেন মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে কোন পরিবর্তন নেই। ইনজুরির কারণে মুস্তাফিজ খেলছেন না। জিম্বাবুয়ে একদশে দুটি পরিবর্তন এসেছে। ফেরানো হয়েছে অভিজ্ঞ সিকান্দার রাজাকে। ১৫৫ রানের বিশাল জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।