সর্বশেষঃ

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করলো ইসরায়েল

গ্লোবাল ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ৪:০৫ পিএম

সিরিয়ার বিভিন্ন স্থানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। তবে ইহুদিবাদী ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র দৃঢ়তার সঙ্গে রুখে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। গত রাতে সিরিয়ার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।
সানা জানায়, সিরিয়ার বিমানবাহিনী সফলতার সাথে এই হামলা মোকাবেলা করে। তবে সোয়াইদা প্রদেশের সালখাদ শহরের একটি সামরিক অবস্থানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন। এ ছাড়া বেশ কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সোয়াইদা, পূর্বাঞ্চলীয় দেইর আজ যোর এবং মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে ২২ জুন সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ভূমধ্যসাগরের উপকূলবর্তী জাবলে শহরে একটি অপরিচিত ড্রোন ভূপাতিত করে।