সর্বশেষঃ

হঠাৎ ইরানের বিরুদ্ধে সৌদি বাদশাহর বিষোদ্গার

ইরানের আগ্রাসী কর্মকাণ্ডে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দিনের পর দিন ইরান ওই অঞ্চলে শক্তিশালী সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলেছে দাবি করেন সৌদি বাদশাহ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ অধিবেশনে ৭৫তম অধিশনে ভার্চুয়াল সম্মেলনে হঠাৎ ইরানের বিরুদ্ধে নানা প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তির প্রসঙ্গ টেনে সৌদি বাদশাহ বলেন, ওই চুক্তির মাধ্যমে নিজের সুবিধা করে নিয়েছে ইরান। এতে ‘আগ্রাসী কর্মকাণ্ডের মাত্রা বাড়িয়েছে, সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি করেছে এবং সন্ত্রাসবাদকে ব্যবহার করেছে তেহরান‘।

সৌদি বাদশাহর দাবি, ওই চুক্তিতে ‘বিশৃঙ্খলা, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা’ ছাড়া আর মধ্যপ্রাচ্যে কিছু হয়নি। তেহরান যেন ধ্বংসাত্মক অস্ত্র না পায় সেদিকে বিশ্ব নেতাদের নজর রাখতে বলেন ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ।
এ অবস্থায় ইরানের বিষয়ে একটি বিস্তৃত সমাধান এবং কঠোর আন্তর্জাতিক অবস্থানের প্রয়োজনের কথা জানান।
ভাষণে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি তুলেছেন তিনি।