সর্বশেষঃ

হাসপাতালের জানালা দিয়ে পড়ে রাশিয়ার তেল কোম্পানির প্রধানের মৃত্যু

মস্কোর একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি লুকওয়েলের চেয়ারম্যান রাভিল ম্যাগানোভ মারা গেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। তবে অসুস্থতাজনিত কারণে ম্যাগানোভের মৃত্যু হয়েছে বলে জানায় তার প্রতিষ্ঠান।

৬৭ বছর বয়সী রাশিয়ান এই ব্যবসায়ী দেশটির প্রভাবশালী ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন। মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তার রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রুশ সংবাদমাধ্যম তাস জানায়, ছয় তলার জানালা থেকে পড়ে যান ম্যাগানোভ। একে আত্মহত্যা বলে উল্লেখ করে সংবাদমাধ্যমটি।

তবে ম্যাগানোভকে চিনতেন এমন দুই ব্যক্তি রয়টার্সকে বলেছেন, ম্যাগানোভের আত্মহত্যার সম্ভাবনা খুবই কম বলে তাদের বিশ্বাস।

কোম্পানির ঘনিষ্ঠ অপর একটি সূত্র বলেছে, লুকওয়েলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ধারণা করছে, তিনি হয়তো আত্মহত্যা করেছেন। কিন্তু তার আত্মহত্যার কোনো প্রমাণ বা আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে এই সূত্র।

রুশ এই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে কিনা রয়টার্সের এমন প্রশ্নের জবাবে মস্কো পুলিশ দেশটির সরকারি তদন্ত কমিটিকে এই প্রশ্ন করতে বলেছে। তবে তদন্ত কমিটি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

গত কয়েক মাসে রাশিয়ার বেশ কয়েকজন ধনকুবেরের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন রুশ তেল উৎপাদনকারী এই কোম্পানির প্রধান।