বরিশাল সিটি নির্বাচন: হাসানাত আব্দুল্লাহ’র নেতৃত্বে আ’লীগের টিম
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কেন্দ্রীয় টিম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ বুধবার (১৭ মে) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এ ঘোষণা করেন।
বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহকে টিম লিডার করা হয়েছে। এ ছাড়াও টিমে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে সমন্বয়ক এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে যুগ্ম-সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
টিমে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান এবং মো. গোলাম কবীর রাব্বানী চিনু।’