রাশিয়ার কাছে থাকা কোটি কোটি ভারতীয় রুপি ব্যবহার করা যাচ্ছে না
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন: রাশিয়া ভারতীয় ব্যাংকে কোটি কোটি রুপি জমা করেছে যা তারা ব্যবহার করতে পারবে না।
এনডিটিভি জানিয়েছে, ল্যাভরভ ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ এর এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের বলেন, এটি একটি সমস্যা তবে আমাদের এই মুদ্রার ব্যবহার করতে হবে। কিন্তু এর জন্য একে আগে অন্য মুদ্রায় রূপান্তর করতে হবে এবং এই নিয়ে এখন আলোচনা চলছে।
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে রাশিয়ায় ভারতের মোট রপ্তানি ১১ দশমিক ৬ শতাংশ কমে ২ দশমিক ৮ বিলিয়ন ডলার হয়েছে। অন্যদিকে আমদানি প্রায় পাঁচগুণ বেড়ে হয়েছে ৪১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। অতিরিক্ত ছাড়ে রাশিয়ান তেল সংগ্রহ করায় এই ঊর্ধ্বগতি।
ডেটা ইন্টেলিজেন্স ফার্ম ‘ভর্টেক্সা লিমিটেড’ অনুসারে, ভারত কর্তৃক রাশিয়ান অপরিশোধিত তেলের আমদানি এপ্রিল মাসে রেকর্ড ১ দশমিক ৬৮ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে। যা একবছর আগের তুলনায় ছয়গুণ বেশি।
রাশিয়ান ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা এবং সুইফট মেসেজিং সিস্টেম ব্যবহার করে লেনদেনের ওপর নিষেধাজ্ঞার পরে ক্রেমলিন ভারতকে জাতীয় মুদ্রায় বাণিজ্য করতে উত্সাহিত করেছিল।