শুরুর আগেই শেষ! দু’মাসেই বিচ্ছেদ জনি ডেপ ও তার আইনজীবী প্রেমিকার
মাস দুয়েক আগেই মাত্র পিপল ম্যাগাজিন জানিয়েছিল, জোয়েল ও ডেপ একসঙ্গে ডেট করছেন। কিন্তু এত অল্প সময়েই কিভাবে ও কী কারণে তাদের বিচ্ছেদ ঘটলো তা এখনো স্পষ্ট নয়।
জনি ডেপ ও তার কথিত আইনজীবী প্রেমিকা জোয়েল রিচ।
নিজের সাবেক আইনজীবী জোয়েল রিচের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে হলিউড অভিনেতা জনি ডেপের! মানহানি মামলায় জয়লাভের কিছুদিন পরই ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকার নামের সঙ্গে জড়ায় লন্ডনভিত্তিক এই আইনজীবীর নাম। কিন্তু পিপল ম্যাগাজিন জানিয়েছে, এই মুহূর্তে আর একসঙ্গে থাকছেন না এই জুটি!
মাস দুয়েক আগেই মাত্র পিপল ম্যাগাজিন জানিয়েছিল, জোয়েল ও ডেপ একসঙ্গে ডেট করছেন। কিন্তু এত অল্প সময়েই কিভাবে ও কী কারণে তাদের বিচ্ছেদ ঘটলো তা এখনো স্পষ্ট নয়।
২০১৮ সালে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ এর বিরুদ্ধে ডেপ যে মামলা করেছিলেন, তাতে ডেপের পক্ষ হয়ে লড়েছিলেন আইনজীবী জোয়েল রিচ। তবে চলতি বছরের আলোচিত ডেপ-হার্ড মানহানি মামলায় ডেপের আইনি দলে ছিলেন না জোয়েল। তবুও মামলার শুনানি চলাকালীন অভিনেতার পাশে থেকেই তাকে সমর্থন জুগিয়েছিলেন তিনি।
প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলায় ডেপ কার্যত জয়লাভ করেন এবং ক্ষতিপূরণ হিসেবে হার্ডের কাছ থেকে তার ১০ মিলিয়ন ডলার পাওয়ার কথা। অন্যদিকে, আদালত ডেপকেও আংশিক দোষী সাব্যস্ত করায় অ্যাম্বার হার্ডকে ক্ষতিপূরণ হিসেবে ২ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেন।
গত ৩ মে ভার্জিনিয়ার আদালত প্রাঙ্গনে ডেপের আইনজীবী কামিলে ভাসকেজকে আলিঙ্গন করতে দেখা যায় জোয়েলকে। দুই সপ্তাহ পর জোয়েল নিজেই আদালত কক্ষের ভেতরে দেখা দেন।
জোয়েল রিচ ও ডেপের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার তিন মাস আগে গুজব ওঠে যে ডেপ তার আইনজীবী কামিলে ভাসকেজের সাথে ডেট করছেন। কিন্তু এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেন ভাসকেজ