সর্বশেষঃ

চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে আক্রান্ত ৫৭, মৃত্যু ২ জনের

গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন আরো ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩২ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত বরিশাল জেলায় ৩৪ জন। এছাড়াও পটুয়াখালি জেলায় ২ জন, ভোলা জেলায় ৭ জন, পিরোজপুর জেলায় ৮ জন, বরগুনা জেলায় ১ জন ও ঝালকাঠি জেলায় ৫ জন আক্রান্ত হয়েছে।
চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

মৃত্যু দুই জনের একজন বরিশাল জেলার বাসিন্দা ও অন্যজন পিরোজপুর জেলার বাসিন্দা।

এই সময়ে নতুন করে সুস্থ হয়েছে ৩৫ জন । এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ২১৪ জন।

৯৩২ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ আক্রান্ত যা ৫৬৬ জন, পটুয়াখালীতে ৭৫ জন, ভোলায় ৬২ জন, পিরোজপুরে ৮৬ জন, বরগুনায় ৮০ জন ও ঝালকাঠিতে ৬৩ জন।

এমন তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

এ সময়ে ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, গত চার দিনে বরিশাল বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যার মধ্যে বরিশাল জেলায় গড়ে প্রতিদিন ৪৫ জন আক্রান্ত হচ্ছে।

“এই মূহুর্তে মাস্ক পড়া সহ স্বাস্থ্যবিধি না মানলে যে কেউ আক্রান্ত হতে পারেন। কারণ সবাই এখন বের হচ্ছে। অনেকেই আবার উপসর্গ ছাড়া আক্রান্ত হচ্ছেন ”

ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে।

গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ৮ হাজার ৮৩৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *