সর্বশেষঃ

বরিশাল বিভাগীয় কার্যালয় ও পিরোজপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান।

নেছারাবাদ সদরে ০৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।

১২.০৮.২০২০ তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব বাবলু কুমার সাহা স্যারের সার্বিক নির্দেশনায় বরিশাল বিভাগীয় কার্যালয় ও পিরোজপুর জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে স্বরূপকাঠি জগন্নাথকাঠী বাজার ও দক্ষিণপাড় বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা , মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা এবং পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়।অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলার জন্য অনুরোধ করা হয়।সার্বিক কার্যক্রমে সহযোগিতা নেছারাবাদ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জনাব হারুনুর রশিদ ও ১০ এপিবিএন বরিশালের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।