ফিলিস্তিনিদের ভূমি দখলে থেমে নেই ইসরাইল
চলতি বছর অধিকৃত পশ্চিম উপত্যকা এবং পূর্ব জেরুজালেমে অবৈধভাবে ৩১৩ ফিলিস্তিনি বসত গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইল। নেবুলাসেও তাদের কার্যক্রম চোখে পড়ার মতো। এছাড়া হেবরেনে ইসরাইলি দখলদারিত্ব থেমে নেই বলে খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের উপর ৪১৯ টি হামলা পর্যবেক্ষণ করেছে স্থানীয় পর্যবেক্ষণ সংস্থা। স্থানীয় পর্যবেক্ষণ সংস্থার উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে, ইসরাইলের আবাসন এবং নির্মাণ মন্ত্রণালয় ২০২০ সালের প্রথম দিকেই ৫২টি টেন্ডারের অনুমতি দেয়।
অবরুদ্ধ গাজা উপত্যকাসহ বিভিন্ন দিক দিয়ে ঘিরে রেখেছে ইসরাইল। প্রতিনিয়ত ফিলিস্তিনের ভূমি অবৈধভাবে দখল করে চলছে তেল আবিব। এতে নিজেদের অস্তিত্ব নিয়ে হুমকির মুখে ফিলিস্তিনিরা। তবে এর প্রতিবাদ করলে গুম এবং হামলার শিকার হন তারা। ফিলিস্তিনিরা নিজেদের অধিকার নিয়ে আন্দোলন করলে নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এ পর্যন্ত বহু ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে আসছে জাতিসংঘ।