সর্বশেষঃ

ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ রাশিয়ার

ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করেছে রাশিয়া। তবে এ দাবির সমর্থনে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা।

রোববার (৬ মার্চ) রাশিয়ার সংবাদসংস্থা তাস, রিয়া ও ইন্টারফ্যাক্স দেশটির একটি ‘যোগ্য প্রতিষ্ঠানের প্রতিনিধির’ বরাত দিয়ে দাবি করে, বন্ধ হয়ে যাওয়া চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্লুটোনিয়াম ভিত্তিক পারমাণবিক বোমা বা ‘ডার্টি বম্ব’ তৈরি করছে ইউক্রেন।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ১৯৯৪ সালে এক চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্র সমর্পণ করে ইউক্রেন। আবারও পারমাণবিক শক্তির অধিকারী হওয়ার কোনো ইচ্ছে নেই বলে বারবার জানিয়ে আসছে তারা।

তবে ইউক্রেন আক্রমণের বেশ কিছুদিন আগে থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করে আসছিলেন, রাশিয়া আক্রমণের উদ্দেশ্যে সোভিয়েত আমলের পারমাণবিক জ্ঞান ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করছে ইউক্রেন। তবে সেবারও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।

এর কিছুদিন পরই ইউক্রেনকে নিরস্ত্র করে ‘নাৎসি উৎখাত’ ও ন্যাটোতে যোগদান করা থেকে আটকানোর উদ্দেশ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের ঘোষণা দেন তিনি।