সর্বশেষঃ

করোনার ভুয়া সনদ বিক্রির বিশাল ব্যবসা বাংলাদেশে: নিউইয়র্ক টাইমস

ইতালির পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশে করোনার ভুয়া সনদ বিক্রির সংবাদ। সংবাদমাধ্যমটি এ ঘটনাকে সনদ বিক্রির বিশাল ব্যবসা বলে আখ্যা দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত জেফেরি জেটলিম্যান এবং সামির ইয়াসিরের করা ওই প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে ‘বিগ বিজনেস ইন বাংলাদেশ: সেলিং ফেক করোনাভাইরাস সার্টিফিকেটস’।
ওই প্রতিবেদনে করোনার সার্টিফিকেট নিয়ে মোহাম্মদ শাহেদের প্রতারণার বিশদ তথ্য তুলে ধরা হয়েছে। পাঁচ হাজার টাকায় তার সার্টিফিকেট বিক্রির বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাদ পড়েনি বোরকা পরে তার ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা এবং ধরা পড়ার বিষয়টিও।

দেশে প্রবাসীদের গুরুত্বের বিষয়টি তুলে ধরে তাদের করোনার সার্টিফিকেটের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে। ইতালির ফেরত পাঠানো প্রবাসী এবং ফ্লাইট বাদ পড়ার বিষয়টিও বাদ পড়েনি প্রতিবেদনে।