সর্বশেষঃ

খেরসনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রুশ সেনারা

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণে দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রুশ সেনারা।

এ ব্যাপারে সাউদার্ন ইউক্রেনীয়ান মিলিটারি কমান্ডের মুখপাত্র নাতালিয়া হিউমেনিউক বলেছেন, শত্রুরা অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। কয়েক হাজার সেনা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক অস্ত্রও ধ্বংস হয়েছে। আরও ভালো খবর আসছে।

তিনি আরও বলেন, রাশিয়ার লজিস্টিক ও রসদ পরিবহণের সব জায়গায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। ফলে রিজার্ভ সেনা আনার কোনো সুযোগ এখন রাশিয়ার হাতে নেই।

ইউক্রেনের সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেছেন, রাশিয়া নদী পারাপার হতে যে ফেরি সার্ভিস চালু করেছিল সেখানেও হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা।

তবে ইউক্রেনের সেনাবাহিনীর এসব দাবি অস্বীকার করেছে রাশিয়া। তারা বলেছে, দক্ষিণ দিকে ইউক্রেনের সেনাবাহিনীর অভিযান ব্যর্থ হয়েছে। তারাই উল্টো ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান