সর্বশেষঃ

চলমান অভিযানে কয়েকদিনের মধ্যেই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমবে

চলমান অভিযানে আগামী কয়েকদিনের মধ্যেই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, তবে মানুষ সচেতন না হলে প্রতিবছরই এমন ভোগান্তি পোহাতে হবে।

সোমবার (১২ জুলাই) সকালে এডিস মশার বিস্তার রোধে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরের মেয়রসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

এসময় বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ঢাকার বিভিন্ন এলাকায় আশংকাজনকহারে ডেঙ্গু রোগী বাড়ছে। আক্রান্তদের একটি বড় অংশের বয়স ১০ বছরের মধ্যে।

এভাবে করোনার মধ্যে ডেঙ্গু রোগী এই হারে বাড়তে থাকলে পরিস্থিতি আবারও ভয়ংকর হয়ে উঠবে বলে আশংকা প্রকাশ করা হয়।

এসময় ঢাকার দুই মেয়রই জানান, সিটি কর্পোরেশনের অভিযানের সাথে নাগরিকদেরও এডিস মশার বিস্তার রোধে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে।