সর্বশেষঃ

নগরীর টোকাই মাস্তান,চোরা জলিল আটক

বরিশাল শহরের চাদমারী ইসলামী ব্যাংক হাসপাতাল এর সামনে থেকে এম্বুলেন্স ছিনতাই,বিদুৎএর পাওয়ার স্টেশন কাজে চাদাবাজি ,তথ্য প্রযুক্তি ডিজিটাল আইনে সহ একাধিক মামলার ওয়ারেন্ট এর ফেরারী আসামী চোরা জলিল কে বিএমপি পুলিশের চৌকস সাব ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার পুলিশের টিম এর হাতে গ্রেপ্তার হয়,,স্থানীয় ব্যবসায়ী ও জনগন এর মাঝে স্বস্তির নিশ্বাস পাওয়ায়,সকল ব্যবসায়ীরা বিএমপি পুলিশ কমিশনার শাহাবুদ্দিন আহমেদ ও কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর নুর ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়,এই তালিকাভুক্ত সন্ত্রাসী চোরা জলিল একসময় আন্তনগর ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলো।

রাজাপুর এর সাতুরিয়ার কুখ্যাত সন্ত্রাসী মিজান ও মোর্শেদ এর ডান হাত হয়ে কাজ করতো,পরবর্তীতে মিজান ক্রসফায়ার এ নিহত হলে,,চোরা জলিল বরিশাল শহরের সাধুর বটতলা বিএনপির মুজিবর রহমান সরওয়ার এর ক্যাডার বাহিনীর অন্যতম পুলিশ কামালের সেল্টারে বরিশাল এ আত্মপ্রকাশ করে।এর পর একে একে নেতৃত্ব বদল করে, বিভিন্ন নেতাদের কিলিং মিশনের কন্টাক নিতো।

চোরা জলিল এর সহযোগী ঢাকার মোহাম্মদপুর এর মোস্তফা গ্রুপের সদস্য কালা শহীদ এর মাধ্যমে এসব কিলিং মিশন এর কাজ সম্পাদন করতো।

বাউফল কালাইয়া ইউনিয়নের মৃত মইনুদ্দিন আকন এর ২য় স্ত্রীর সন্তান,,এই চোরা জলিল এর সম্পর্কে নাম অপ্রকাশ করার শর্তে আরো অনেক অজানা তথ্য প্রকাশ করতে আগ্রহী স্থানীয় বস্তিবাসী ও জনগন।

বর্তমানে ইয়াবার ব্যবসা করে,রাতারতি বেশ টাকার মালিক হয়েছে,আর নিজেকে অনলাইন সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায় এই স্কুল এর বারান্দার গন্ডি না পেরোনো এই সন্ত্রাসী।