সর্বশেষঃ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৪/১০/২০২০ তারিখে। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কলমের কন্ঠ ও আজকের পরিবর্তন ও অনলাইণ পোর্টাল সহ বেশ কিছু পত্রিকায়। নগরীতে গ্যাস চালিত সি এনজি থেকে প্রকাশ্যে চলছে প্রকাশ্যে চাদাবাঁজী শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন,

প্রকৃত পক্ষে আমাদের সংগঠন কোনো প্রকার চাদাবাঁজীর সাথে কখনোই জরিত ছিলোনা এবং বর্তমানে ও নেই আমাদের সংগঠনটি
শ্রম দপ্তর অনুমতি অনুযায়ী সকল নিয়ম কানুন মেনেই পরিচালনা করা হয়। এখানে লুকোচুরির কিছুই নেই,

যা বরিশালের ট্রাফিক বিভাগ থেকে শুরু করে প্রশাসনের সকলেই আবগত আছেন ‘

মূলত “বরিশাল জেলা মিশুক,বেবী ট্যাক্সি, ট্যাক্সিকার,সি এন জি (এল পি গ্যাস চালিত) অটোরিক্সা-শ্রমিক ইউনিয়নের ” যাহার (রেজিঃ নং ২২৫৬) নামের সংগঠনটি সব সময় চালক ও শ্রমিকদের বিপদে আপদে ভালো মন্দে পাশে থাকে -আমরা ইতিপূর্বে মহামারী করোনা ভাইরাস চলাকালীন একাধীকবার চালকদের পাশে থেকে সর্বাত্তক সহযোগিতা করে এসেছি,মূলত এক শ্রেণীর অসাধু চক্র আমাদের সংগঠনের দীর্ঘদিনের সুনাম ও সম্মান নষ্ট করার লক্ষে সংবাদিক ভাইদের নিকট ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সংগঠনের বিরুদ্ধে মনগড়া সংবাদ প্রকাশ করায়।

আমরা উক্ত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

বিনীত
বরিশাল জেলা মিশুক, বেবী ট্যাক্সি, ট্যাক্সিকার, সি এন জি (এল পি গ্যাস চালিত) অটোরিক্সা-শ্রমিক ইউনিয়নের

সভাপতি

এস এম হুমায়ন কবির মোতালেব

সাধারন সম্পাদক

মোঃ সবুজ জোমাদ্দার