সর্বশেষঃ

প্রতিরক্ষায় বৃদ্ধি প্রায় দুই হাজার কোটি টাকা

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরে সশস্ত্রবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে এ খাতে ৩৪ হাজার ৪২৭ কোটি টাকার পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে বাংলাদেশের ৪৯তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রতিরক্ষা খাতে বিগত ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৩২ হাজার ৬৫০ কোটি টাকা। বিগত অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা।

এটি দেশের ৪৯তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং বর্তমান অর্থমন্ত্রীর দ্বিতীয় বাজেট প্রস্তাব। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

করোনায় বিপর্যস্ত দেশের মানুষ ও অর্থনীতির জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার মধ্যে পরিচালনা ব্যয় ধরা হয়েছে তিন লাখ ৪৮ হাজার ১৮০ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুই লাখ ১৫ হাজার ৪৩ কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রস্তাব করা হয়েছে দুই লাখ পাঁচ হাজার ১৪৫ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *