সর্বশেষঃ

ফিলিস্তিনের গাজায় নিষিদ্ধ হলো সৌদি আরবের ২ টিভি চ্যানেল

ফিলিস্তিনের গাজায় সৌদি আরবের আল-আরাবিয়া ও আল-হাদাস টিভি চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড সংক্রান্ত মিথ্যা খবর প্রচারের পর এ সিদ্ধান্ত নিয়েছে গাজার হামাস সরকার।

আল-আরাবিয়া ও আল-হাদাস এক খবরে দাবি করেছে, হামাসের সামরিক শাখার ১৬ সদস্যকে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে আটক করা হয়েছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর প্রকাশের পরপরই তা প্রত্যাখ্যান করে বলেছে, সৌদি চ্যানেলগুলো মিথ্যাচার করছে। তারা এর মাধ্যমে জনমতকে বিভ্রান্ত করতে চায়।

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের মধ্যে ভাঙন তৈরি এবং এর সদস্যদের মনোবল দুর্বল করতেই সৌদি চ্যানেল এই ধরনের খবর প্রচার করেছে বলে মনে করা হচ্ছে।

এর আগেও ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইহুদিবাদী ইসরাইলের পক্ষে কাজ করার জন্য আল-আরাবিয়া ও আল-হাদাস চ্যানেলকে অভিযুক্ত করেছে।

সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা চালাচ্ছে এবং এ লক্ষ্যে নিজেদের প্রচার মাধ্যমকেও ব্যবহার করছে।