সর্বশেষঃ

বরিশালে নতুন শনাক্ত ৫১

বরিশালে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে ওই পরিমানের ব্যাক্তির শরীরে করোনা পজেটিভ আসে। এ নিয়ে বরিশালে মোট করোনায় আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ১২২২ জন।
গতকাল ৫ জনসহ আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২০১ জন। রবিবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন শিক্ষার্থী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ২ জন নার্স, ১ জন স্টাফ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য, বিভিন্ন ব্যাংকে কর্মরত ২ জন নতুন করে আক্রন্ত হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় বগুড়া রোড এলাকায় বাসিন্দা ছয়জন। সদর উপজেলায় ছয়জন, গৌরনদী উপজেলার বাসিন্দা ১৫জন, মেহেন্দীগঞ্জে একজন, বানারীপাড়ায় চারজন, উজিরপুরে সাতজন,মুলাদীতে তিন, বাবুগঞ্জে একজনসহ মোট ১৩ জন।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫১ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদেও বাসাবাড়ী ও অবস্থানস্থল লকডাউন করা হয়েছে। এছাড়া আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *