সর্বশেষঃ

বরিশালে মোট শনাক্ত ২২১৮, মৃত্যু ৪৭ জনের

গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন আরো ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১৮ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ঝালকাঠি জেলায় ১৯ জন। পরবর্তীতে রয়েছে বরিশাল জেলায় ১৩ জন, পটুয়াখালী জেলায় ৫ জন, পিরোজপুর জেলায় ১১ জন ও বরগুনা জেলায় ৬ জন।

চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।
এই সময়ে নতুন করে সুস্থ হয়েছে ৩২ জন । এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৫৯৫ জন।

২২১৮ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ আক্রান্ত ১২৮৮ জন, পটুয়াখালীতে ২৫৩ জন, ভোলায় ১৮৯ জন, পিরোজপুরে ১৫৩ জন, বরগুনায় ১৬৯ জন ও ঝালকাঠিতে ১৬৬ জন।

এমন তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

এ সময়ে ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বরিশালের দুটি ওয়ার্ড লকডাউনের কথা থাকলেও গত রাতে (সোমবার) তা স্থগিত করা হয়েছে। তবে সামনে ২১ দিনের লকডাউন কার্যক্রম চালু হবে।
তিনি আরো বলেন, সকলকে লকডাউন মানতে হবে তা না হলে করোনাভাইরাসের পরিস্তিতি আরো অবনতির দিকে যাবে।